‘আমি নতুন জীবন ফিরে পেলাম’
কুষ্টিয়ায় ২ শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। সোমবার (৬ মে) দুপুরে কুষ্টিয়া স্টেডিয়ামে এক অনুষ্ঠানে আত্মসমর্পণ করে তারা।
আত্মসমর্পণ করে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি মাদক ব্যবসা করে আসছি। এক পর্যায়ে আমি মাদক সেবন করি। মাদক ব্যবসার কারণে আমি রাতে বাড়িতে ঘুমাতে পারতাম না। আত্মসমর্পণ করে আজকে আমার মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেলাম।’
তিনি আরও বলেন, ‘আমার নামে মামলা হওয়ার কারণে আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতাম। কুষ্টিয়া পুলিশের সাঁড়াশি অভিযানে আমিসহ মাদক ব্যবসায়ীরা কুষ্টিয়া থেকে পালাতে শুরু করি। পালাতে পালাতে আমি এখন ক্লান্ত। আমি আর কখনোই মাদক ব্যবসা করব না। এ কাজ ভালো না। ’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ মাহবুবুল আলম হানিফ, খুলনা রেঞ্জ ডিআইজি খ. মহিদ উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত উপস্থিত ছিলেন।