জলঢাকা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী বাহাদুর জয়ী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আব্দুল ওয়াহেদ বাহাদুর, ছবি: সংগৃহীত

আব্দুল ওয়াহেদ বাহাদুর, ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের আইনি জটিলতায় স্থগিত রাখা জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর চিংড়িমাছ প্রতীকে ৪৭ হাজার ৯৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু পেয়েছেন ৪০ হাজার ৯৫ ভোট।

বিজ্ঞাপন

জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ফজলুল হক বার্তা২৪ কে জানান, জলঢাকা উপজেলার ১১ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলার ভোটকেন্দ্র সমূহে সারাদিনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।'

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, জলঢাকা উপজেলার ২ লাখ ৩৬ হাজার ১৭১ জন ভোটারের মধ্যে ৮৮ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল করা হয় ৬৪৪টি ভোট।