সৈয়দপুরে বাসের ধাক্কায় নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকালের দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক মিন্টু ও যাত্রী আফতাব হোসেন। নিহতদের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী অভিমুখে যাত্রীবাহী বাসটি ওয়াপদা গেটের সামনে পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোচালক মিন্টু নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় রিকশার দুই যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফতাব হোসেনের মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম-কে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে।