আড়াই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কুষ্টিয়া বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ার ভেড়ামারায় আড়াই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেল সাড়ে ৫টার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি জসমত আলী (৮০) বুকে ব্যথা অনুভব করার কিছুক্ষণের মধ্যেই মারা যান।

বিজ্ঞাপন

জসমত আলীর মৃত্যুর আড়াই ঘণ্টা পর তার স্ত্রী রমনী খাতুনও (৬৫) রাত ৮টার দিকে মারা যান।

রাত ১১টার সময় নামাজে জানাজা শেষে তাদের দুজনকে উপজেলার স্বরুপের ঘোপ গোরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা হক রীণা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী।