কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া , বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে বিষু গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে মিরপুর-পোড়াদহ স্টেশনের মাঝামাঝি দুর্গাপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বিষু গাজী মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট এলাকার ভিকু গাজীর ছেলে।  তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। 

বিজ্ঞাপন

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সলেমান হোসেন মোল্লা ঘটনার  সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রেল লাইন দিয়ে হাটতে ছিলেন বিষু গাজী। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি ।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

 

বিজ্ঞাপন