মে দিবসেও ছুটি পাননি তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা

  • মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পঞ্চগড়, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিজেদের এ দিবসেও কাজ করে যাচ্ছেন শ্রমিকরা, ছবি: বার্তা২৪.কম

নিজেদের এ দিবসেও কাজ করে যাচ্ছেন শ্রমিকরা, ছবি: বার্তা২৪.কম

আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের কাছে মর্যাদাপূর্ণ এ দিনটি স্মরণীয় করে রাখতে নানা রকম কর্মসূচি পালন করে থাকেন শ্রমিকরা৷ এ দিন শ্রমিকরা ছুটি কাটালেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকরা ছুটি থেকে বঞ্চিত। এদের কেউ কেউ মালিক কর্তৃক ছুটি পেলেও অনেকে পেটের দায়ে কাজ করছে।

জানা যায়, মে দিবস উপলক্ষে এ জেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। ১৮৮৬ সালের এ দিনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্ম বিরতি বা কিছু সময় কাজ বন্ধ রাখা হয়েছে। তবে তেঁতুলিয়ায় প্রায় কয়েক শতাধিক শ্রমিক এ দিনটিতেও নিরলস কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

মে দিবসেও ছুটি পায়নি তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা

সরেজমিনে, মেশিনে ভাঙ্গা পাথর নিয়ে বহুতল ভবনে শ্রমিকদের উঠতে দেখা যায়। এছাড়া পাথর সংশ্লিষ্ট কাজ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

কয়েকজন পাথর শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, দিবসটি শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ হলেও অনেক শ্রমিকই এ সম্পর্কে জানেন না।

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার নারী পাথর শ্রমিক হাজেরা খাতুন বলেন, 'আমরা পেটের দায়ে কাজ করি, কাজ করলে মজুরি পাই। না করলে না খেয়ে থাকি। আজ মেশিন চালু হবে বলে কাজ করতে আসছি, নয়তো কাল অন্য কাউকে নিয়োগ দেবে মহাজন।'

মে দিবসেও ছুটি পায়নি তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা

এ বিষয়ে দেবগড় এলাকার পাথর শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, 'মে দিবস কি আমরা জানি না। তবে অনেক লেবার আজ মিছিল করল। কেউ কাজ বন্ধ রাখছে আমরা কি করব। আমাদেরতো আজ মেশিন চালু তাই কাজ করছি, আমাদের পাথর ভাঙ্গা মেশিন শ্রমিকদের কোন সমিতি নাই যে মে দিবস পালন করব আমরা।'

মে দিবসেও ছুটি পায়নি তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা

উপজেলার বুড়াবুড়ি এলাকার পাথর ব্যবসায়ী রাজু রহমান জানান, শ্রমিকরা আজ কেউ কাজ করবে বলে জানায় আমাদের। আমরা কিছু কিছু ব্যবসায়ী মেশিন চালু করছি তবে আমরা কাউকে বাধ্য করিনি আসতে।'

এ বিষয়ে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বলেন, 'আমরা ট্রাক লোড আন লোড শ্রমিকরা আজ মে দিবস পালন করছি। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। কাজেই সব শ্রমিকদের ওপর মালিকদের সুদৃষ্টি সহ তাদের অধিকারের বিষয়ে খেয়াল রাখা দরকার।'