শ্রীলঙ্কায় হামলার ঘটনায় হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

  • উপজেলা করেসপন্ডেন্ট, দিনাজপুর (হিলি), বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হিলি ইমিগ্রেশন বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, ছবি: সংগৃহীত

হিলি ইমিগ্রেশন বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

কোন দুষ্কৃতকারী যাতে এই চেকপোস্ট ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্যই এই বাড়তি সতর্কতা বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, ভিনদেশি পাসপোর্টধারী বিদেশ ফেরত বাংলাদেশিদেরও নজরদারিতে আনতে নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত নির্দেশনা হিলিসহ দেশের সবকটি স্থলবন্দরগুলোতে পৌঁছার পর এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও বন্দরের ইমিগ্রেশনগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে।