সাজেকে ট্রাক্টর গিরিখাদে পড়ে নিহত ১
রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক্টর উল্টে গিরিখাদে পড়ে তনয় চাকমা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২০ এপ্রিল) দিনগত রাতে সাজেকের আট নম্বর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তনয় চাকমা বাঘাইছড়ি উপজেলা সদরের বড়াদম গ্রামের তুসার কান্তি চাকমার ছেলে।
আহতরা হলেন-বড়াদম এলাকার ট্রাক্টরচালক ফয়সাল (৩০), শ্রমিক চোখ্য চাকমা (২৮), বিনিময় চাকমা (৩২) ও মো. আজিজ (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার জানান, শনিবার রাতে সাজেকের শিজকছড়া রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে গাছ কেটে ট্রাক্টরে করে নিয়ে আসছিলেন কয়েকজন শ্রমিক। এসময় পাহাড়ের ঢাল নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাহাড়ের খাদে পরে যায়। এতে ঘটানাস্থলেই মারা যান তনয়। এসময় আহত হন তিন শ্রমিক ও ট্রাক্টর চালক। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে নিয়ে আসেন। সেখান থেকে আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।