গোপালগঞ্জে যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রাম থেকে ইমদাদুল হক ভূঁইয়া (২৮) নামে এক যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই গ্রামের পরিত্যক্ত ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস কাম কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ইমদাদুল একই গ্রামের অলিয়ার রহমান ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম ফারুক জানান, তিনদিন আগে রাতে কারো ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ইমদাদুল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে স্থানীয়রা পাইককান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস কাম কোয়ার্টার থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ সেখানে গিয়ে তার ঝলসানো মরদেহ দেখতে পায়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।