বাঘাইছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং ও গলাকাটা এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার নাম- নতুন জয় চাকমা (৪০)।

খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ জানায়, নতুন জয় চাকমা পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ (মূল) বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক। তার বিরুদ্ধে স্থানীয় বাঘাইহাট এলাকায় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

রিজিয়নের এক সেনা কর্মকর্তা জানান, তার কাছ থেকে একটি .২২ পিস্তল এবং তিন রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, গ্রেফতারকৃত নতুন জয় চাকমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় নয় মাইল এলাকায় দু’টি চান্দের গাড়ির উপর দুর্বৃত্তরা গুলি করে সাতজনকে হত্যা করে। পরে আরো একজন আহতাবস্থায় মারা যান। ওই ঘটনায় আহত হন ১৮ জন।