বাঘাইছড়িতে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত দুই সন্ত্রাসী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত দুই সন্দেহভাজন, ছবি: বার্তা২৪

আটককৃত দুই সন্দেহভাজন, ছবি: বার্তা২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নয় মাইল এলাকায় বহুল আলোচিত হত্যাকাণ্ডের দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে পৃথক দুই অভিযানে যৌথ খামার এলাকা থেকে ত্রিদিব চাকমা এবং লংগদু এলাকা থেকে লারেচন্দ্রকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই।

বিজ্ঞাপন

জানা যায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী ত্রিদিব চাকমা জেএসএস (মূল) দলের এবং লারেচন্দ্র ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের মধ্যে লারেচন্দ্র উক্ত এলাকায় অবৈধ চাঁদা সংগ্রহের সাথেও জড়িত।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ ২০১৯ তারিখ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে নয় মাইল নামক এলাকায় দুটি চান্দের গাড়ির ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ৭ জন নিহত এবং ১৮ জন আহত হন।

বিজ্ঞাপন

উক্ত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।