নৌকার পথসভায় হামলা, আহত ৪
বরগুনার বামনায় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভায় হাতবোমা বিস্ফোরণে চার জন আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) রাত পোনে ৮টার দিকে উপজেলার তেলিভারানী বাজারে এ ঘটনা ঘটে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান মাসুদ বার্তা২৪.কম-কে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইতুল ইসলাম লিটু তেলিভারানী বাজারে পথসভা করছিলেন। এ সময় বাজারের আমুযা খালের অপর প্রান্ত থেকে পরপর তিনটি হাত-বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে গুরুতর আহত হন চার জন। পরে তাদেরকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎস্যক।