নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা ফুটবল খেলার মাঠ সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠু মোল্যা (৪৫) নামে একজন নিহত হয়েছে। নিহত মিঠু মোল্যা উপজেলার নখখালী গ্রামের রশিদ মোল্যার ছেলে।
সোববার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মিঠু মোটরসাইকেল যোগে লোহাগড়ায় আসছিলেন। এ সময় এড়েন্দা ফুটবল খেলার মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিঠু মোল্যা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থান অবনতি হওয়ায় সড়ক পথে ঢাকা নেওয়ার পথে আরিচা ঘাটে বিকেলে মিঠু মোল্যার মৃত্যু হয়।