মাদারীপুর ছাত্রলীগের সহ-সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

লিমনের ঝুলন্ত লাশ, ছবি: বার্তা২৪

লিমনের ঝুলন্ত লাশ, ছবি: বার্তা২৪

মাদারীপুর জেলা শহরের বাতামতলী এলাকা থেকে লিমন মজুমদার নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ। লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।

সোমবার (২৫ মার্চ) সকালে বাতামতলী এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় বসবাসকারী লোকজন ঘুম থেকে উঠে দরজা খুলে লিমনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে এলাকাবাসী মাদারীপুর মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ।

বিজ্ঞাপন

লিমনের পরিবারের দাবি লিমনকে কেউ হত্যা করে ঝুঁলিয়ে রেখেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামারুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিমনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন