নীলফামারীতে আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

নীলফামারীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আন্ত:জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আন্ত:জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

নীলফামারী জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃজেলা জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা ২০১৮-১৯ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নীলফামারীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (বড় মাঠ) এর উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা মহিলা কাবাডি দল ৪৭-৪৫ পয়েন্টের ব্যবধানে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা মহিলা কাবাডি দলকে পরাজিত করে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/14/1552585628482.jpg

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য রাখেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের আটটি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। জোন পর্যায়ে অনুষ্ঠিত দুই গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো ‘ক’ গ্রুপে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা এবং ‘খ’ গ্রুপে বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারী জেলা দল।