২৮ মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া পলাতক তিন আসামি, ছবি: বার্তা২৪

আটক হওয়া পলাতক তিন আসামি, ছবি: বার্তা২৪

মাদারীপুরের সদর উপজেলা থেকে হত্যা, অস্ত্র, বোমাবাজি ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল আসমত আলী খান সেতু টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

আসামিরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাশগাড়ীর আ. মতিন শিকদারের ছেলে ও ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তার শিকদার (৩৮), একই উপজেলার খুনেরচরের নুরুল হক মৃধার ছেলে ফারুক মৃধা (৩০) ও নজির আহম্মেদ মৃধার ছেলে আমিনুল মৃধা (৩০)।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পসূত্রে জানা যায়, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি থানা ও বরিশালের মুলাদি থানায় উল্লেখিত মামলাগুলো চলমান রয়েছে। আটকদের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন