সাতক্ষীরায় ১১ দিনব্যাপী বইমেলা শুরু হবে ৭মার্চ
মহান মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ এবং জাতির পিতার জন্মমাস উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হবে ১১ দিনব্যাপী 'ঐতিহাসিক ৭মার্চ বই মেলা'।
বই মেলায় অংশ গ্রহণ করবে রাজধানী ঢাকার ৫০টি প্রকাশনা সংস্থাসহ ৬৮টি প্রকাশনা সংস্থা। বই মেলায় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে মুখরোচক খাবারের স্টল। প্রতিটি স্টলে থাকবে শতকরা ৩০ভাগ ছাড়। বই মেলায় ডায়াবেটিক সোসাইটির স্টলে থাকবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৭ মার্চ থেকে ১৭ পর্যন্ত ১১দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।
সোমবার (৪মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ খবর জানান।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ বই মেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি আনিসুর রহিম, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, বাসস'র অরুন ব্যানার্জীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।