৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নড়াইলে মাদক বিরোধী গ্রান্ড র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে মাদক বিরোধী গ্রান্ড র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 

মাদকমুক্ত নড়াইল গঠনে, নড়াইলে মাদক বিরোধী গ্রান্ড র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ৫ জন মাদক ব্যাবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নিকট আত্মসর্মপণ করেন।

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসন,  পুলিশ বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের আয়োজনে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়াম থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান  হোসেন মিয়া।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।