সুন্দরবনে ৩৫ মণ কাঁকড়া জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুমে ১৫ লাখ টাকা মূল্যের ৩৫ মণ কাঁকড়া জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে সুন্দরবনে আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে কাঁকড়া জব্দ করা হয়। এ সময়ে জেলেদের ব্যবহৃত ৬ টি নৌকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

বিজ্ঞাপন

আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার রুহুল আমিন জানান, সুন্দরবনে নদীতে কাঁকড়া প্রজনন নির্বিঘ্নে করতে টহল দেওয়ার সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ জেলেসহ ৩৫ মণ কাঁকড়া জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি কয়রা থানার বিভিন্ন এলাকায়। পরবর্তীতে কোবাতক বন অফিসের উপস্থিতিতে জব্দকৃত কাঁকড়া শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।