মিথ্যা মামলার বাদীর সশ্রম কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মামলার বাদী ফারহানা খানম আশা নামের এক মহিলাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আব্দুল আহাদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আশা সদর উপজেলার মির্জাপুর গ্রামের স.ম. ফয়সালের মেয়ে।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, আসামি মোসাঃ ফারহানা খানম আশা ২০১১ সালের ৮ আগস্ট ২লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে গুরুতর জখম করার ঘটনা দেখিয়ে তার স্বামী মোঃ সুজল মোল্যা ও এ মামলার বাদী মোঃ চাঁন মিয়াসহ ৩জনের বিরুদ্ধে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। এ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক তাদের খালাস দেন। চাঁন মিয়াসহ ৩জন মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ার পর ২০১৪ সালের ২০ অক্টোবর মিথ্যা মামলার বাদী মোসাঃ ফারহানা খানম আশাসহ ৪ জনের বিরুদ্ধে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য প্রমান শেষে আসামি মোসাঃ ফারহানা খানম আশার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।

জজ কোর্টে আসামি পক্ষের আইনজীবী কাজী অবুল কালাম বলেন, নড়াইলে মিথ্যা মামলা করে হয়রানি করার অভিযোগে মামলার বাদী মোসাঃ ফারহানা খানম আশা নামের ওই মহিলাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।