আন্তর্জাতিক জাহাজ ‘সিলভার ডিসকভার’ মংলা বন্দরে
সুন্দরবন ভ্রমণে ৫টি দেশের ৫৩ জন বিদেশি পর্যটক নিয়ে বিলাসবহুল আন্তর্জাতিক পর্যটন জাহাজ ‘সিলভার ডিসকভার’ মংলা বন্দরে পৌঁছেছে।
কয়েকটি দেশ ভ্রমণের মধ্যদিয়ে রোববার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাগেরহাটের মংলা বন্দরের ৭নং জেটিতে ভিড়ে জাহাজটি। বন্দর জেটিতে অবস্থান নেয়া বিদেশি এ পর্যটনবাহী জাহাজের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর তিনদিন ধরে সুন্দরবনে ঢাংমারী, করমজল, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, জামতলা ও দুবলা চর ঘুরে দেখবেন।
জাহাজটিতে যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা ও নেদারল্যান্ডসহ কয়েকটি দেশের পর্যটক রয়েছে। ভারতের চেন্নাই থেকে ছাড়া বিলাসবহুল আর্ন্তুজাতিক এ পর্যটক জাহাজে ভ্রমণে জনপ্রতি খরচ পড়ছে ২ লাখ ৯৩ হাজার টাকা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান বলেন, বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণের জন্যই ‘সিলভার সি ক্রুজ’র পরিচালিত জাহাজ সিলভার ডিসকভার সুন্দরবনে এসেছে।
তিনি আরও বলেন, এর আগে ২০১৭ সালে জাহাজটি ১৭টি দেশের ১শ ৬২ জন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে আসে। এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে আরও দুইবার বাংলাদেশ ও সুন্দরবনে আসবে জাহাজটি।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা বলেন, রোববার বিকেলে জাহাজের বিদেশিদের ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ার পর থেকেই তারা তিনদিন সুন্দরবনে অবস্থান করবেন এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। এরপর ৩০ জানুয়ারি চট্টগ্রামের মহেলখালী দ্বীপ হয়ে ৩১ জানুয়ারি মায়ানমারে যাবেন।