দুবাই কনফারেন্সে যোগ দিতে মংলা ছেড়েছে যুদ্ধ জাহাজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মংলার দিগরাজ নৌ ঘাঁটিতে ধলেশ্বরী, ছবি: বার্তা২৪

মংলার দিগরাজ নৌ ঘাঁটিতে ধলেশ্বরী, ছবি: বার্তা২৪

নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মংলা ছেড়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় মংলার দিগরাজ নৌ ঘাঁটিতে অনুষ্ঠিত জাহাজ ও নাবিকদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি দিগরাজ ঘাঁটির এরিয়া কমান্ডার (কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট) কমোডোর এসএম মনিরুজ্জামান জাহাজটিকে বিদায় জানান।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/24/1548309496465.gif

এ সময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ধলেশ্বর জাহাজটি আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিবে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/24/1548309514681.gif

আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ্বখ্যাত ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানি, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় ১ লাখ দর্শনার্থী অংশ গ্রহণ করবেন। মহড়া শেষে আগামী ১৩ মার্চ ধলেশ্বরী দেশে ফেরার কথা রয়েছে।