বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১০
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মলায়েন্দ্র নাথ জানান, মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও বাসের দুই যাত্রী নিহত হন। নিহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে এবং আহতদের ফকিরহাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পুনরায় রাস্তাটি চালু হয়।