যুবলীগ নেতা হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বরগুনায় যুবলীগ নেতা বাদশা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ৬নং বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর এলাকাবাসী।

রোববার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন চাইলেই বরগুনা যুবলীগের সক্রিয় কর্মী শামিম ইমতিয়াজ বাদশাকে হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে পারে। তবে প্রশাসনের উদাসীনতার জন্য এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অতিদ্রুত গ্রেপ্তার না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এ সময় তারা যুবলীগ নেতা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৮ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে কামরাবাদ বাজারে বাদশাকে একা পেয়ে তার ওপর হামলা চালায় একই এলাকার মহাসীন ও তার লোকজন। এ সময় তারা বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।