ডিঙ্গি নৌকা থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার
বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ কানাইনগর এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে বনবিভাগ। চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ’র (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, সোমবার রাত ৮টার দিকে মোংলার সুন্দরবনের পশুর নদীতে করমজল ও চিলা মোবাইল টিমের যৌথ টহলকালে একটি নৌকার গতিবিধি সন্দেহ হয়।
এ সময় নৌকাটিকে চ্যালেঞ্জ করা হলে পশুর নদীর পাড়ে চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কানাইনগর এলাকায় নদীর চরে ওই নৌকাটি ফেলে রেখে চোরা শিকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তায় থাকায় ৩০কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।
নৌকাটি জব্দ করার পাশাপাশি নৌকা ফেলে পালিয়ে যাওয়া ওই ৪ দুর্বৃত্তের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান বন কর্মকর্তা আজাদ কবির। তবে মামলার গোপনীয়তার স্বার্থে ওই ৪ চোরা শিকারীর নাম প্রকাশে অপারগতা জানিয়েছে বন বিভাগ।