জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা ১৮ সেপ্টেম্বর
জনতা ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার (প্রকৌশল)-লেদার টেকনােলজি' পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
অনলাইনে আবেদনকারীদের মধ্যে বাছাই শেষে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর, সময় ২ ঘন্টা।
ঢাকার ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্ব পর্যন্ত সংগ্রহ করা যাবে।
পরীক্ষার শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি, অতিরিক্ত কোনো কাগজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।