ঢাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মি. রবার্ট চ্যাটারটন ডিকসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১০ ফেব্রুইয়ারি) দুপুরে উপাচার্যের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় হাইকমিশনের ট্রেড ও ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান মি. দিরিক গ্রিফিথস এবং ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুক্তরাজ্যের হাইকমিশনারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে সমঝোতা স্মারক রয়েছে। এসব সমঝোতা স্মারকের আওতায় নিয়মিত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় হচ্ছে।
ঢাবি উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র বৈশিষ্ট ও ঐতিহ্য রয়েছে। এখানকার শিক্ষার্থীরা দেশের সকল ঐতিহাসিক আন্দোলনে বিশেষ করে ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং এদের মধ্যে একজন যুক্তরাজ্যের শিক্ষার্থীও রয়েছে। উপাচার্য ও হাইকমিশনার উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সহযোগিতামূলক যৌথ কর্মসূচি আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য যুক্তরাজ্যের হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।