পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ইবির ১০ শিক্ষার্থীকে সাজা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

কোর্স ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থীকে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদের মধ্যে একজনের পুরো এক শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল, তিনজনকে এক সেমিস্টার করে এবং বাকি ছয়জনের প্রত্যেকের একটি করে কোর্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি তাদের এ শাস্তির সুপারিশ করে। এরপর গতকাল (২৪ নভেম্বর) ২৪৮তম সিন্ডিকেট সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন