ইবিতে আইন দক্ষতার বিকাশ নিয়ে সেমিনার

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবিতে আইন দক্ষতার বিকাশ নিয়ে সেমিনার

ইবিতে আইন দক্ষতার বিকাশ নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আইনি দক্ষতার বিকাশ এবং কর্মজীবন আলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামদিুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আইন বিষয়ক সংগঠন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টসের (নীলস) ইবি শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আইনি দক্ষতার বিকাশ ও আইন বিষয়ক কর্মক্ষেত্রে উন্নতি সাধনের বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

নীলস’র ইবি শাখার সদস্য মুত্তাকিন হোসাইন এবং ইসরাত জাহান শায়লার যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

বিজ্ঞাপন

এছাড়া সেমিনারে রিসোর্স প্যানেলের সদস্য হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্যারিস্টার এহসানুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সায়েদ আহসান খালিদ, নীলস’র বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মামুন।

উল্লেখ্য, উন্নত দেশগুলোর মধ্যে আইন ব্যবস্থার সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে গঠিত সংগঠন ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস’ বা সংক্ষেপে (নীলস)। নীলস’র সকল কার্যক্রম ইউনাইটেড কিংডম লন্ডন ক্যাম্পহাউস থেকে পরিচালিত হয়ে থাকে। সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে আইন ব্যবস্থার সম্পর্ক সৃষ্টি করা।