চবি এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী নিয়ে ধুম্রজাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

চবি'র কয়েকজন প্রাক্তন ছাত্র-ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, পুনর্মিলনী আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধের মূল কারণ। শুক্রবার (২২ নভেম্বর) এ পুনর্মিলনী অনুষ্ঠানের কথা থাকলেও অনেক প্রস্তুতিই এখনো সম্পন্ন হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামে চবি এলামনাই এসোসিয়েশন এই বিষয়ে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে এসোসিয়েশনের সভাপতি ছিলেন না।

এর আগে এলামনাইয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের শূন্যতা দীর্ঘদিনের। এই শূন্যতা পূরণে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এলামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন