ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য বিভাগের (খ) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর)। মোট নয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য বিভাগে ৫,২১০টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২১,৮৮৫ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল।