নোবিপ্রবি'র ভর্তি কার্যক্রম শুরু ২৪ নভেম্বর

  • নোবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোবিপ্রবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২৪ তারিখ শুরু হয়ে ভর্তি কার্যক্রম চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের ২৪,২৫,২৬ ও ২৭ তারিখে যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে এবং ২৮ তারিখ সকাল ও বিকালে পৃথকভাবে ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সকল ইউনিটে বিভিন্ন কোটায় (মেধাতালিকায়) উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর।

এবারে মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী এবং খেলোয়াড় (শুধু মাত্র বিকেএসপি থেকে উত্তীর্ণদের জন্য) কোটায় ভর্তির সুযোগ পাবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় নোবিপ্রবি ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় ছয় ইউনিটে ১ হাজার ২৮৫টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ৬৮,৭৪৩ জন আবেদন করে। এতে মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬১.৮৫ শতাংশ পাশ করে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ৪ নভেম্বর রাতে।