ঢাবির 'খ' ইউনিটে সাক্ষাৎকার স্থগিত

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী সোমবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটে উত্তীর্ণদের নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মেধাক্রমে আগামী ১৭ নভেম্বর ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, ১৮ নভেম্বর ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কলা অনুষদের ডিন ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিভাগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।