ভর্তিযুদ্ধ

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর

  • ভর্তিযুদ্ধ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে লেভেল-১, টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৪৭তম জরুরি অধিবেশনে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ৫ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিলো। তবে ৪ অক্টোবর মেডিকেল ভর্তি পরীক্ষার পরদিন বুয়েটে ভর্তি পরীক্ষা হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিপাকে পড়েছিলেন। তাছাড়া দুর্গাপূজা চলাকালীন সময়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা।

অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর। আবেদনকারীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে বাছাই করে প্রথম ১২ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। আগামী ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।