জাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ‘Conquering Trauma and Anxiety to Find Happiness’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১১৭ নং কক্ষে ‘ওয়ালটন ল্যাপটপ’ এর আয়োজনে সেমিনারটি শুরু হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হেড অব প্রোগ্রাম ইমদাদুল হকের সঞ্চালনায় খ্যাতনামা অভিনেতা আজিজুল হাকিম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহিদ ও আহতদের স্মরণ করে দোয়া ও সুস্থতা কামনা করছি। ২৪ এর  গণঅভ্যুত্থানে অনেক শিক্ষার্থী মানসিক ট্রমার মধ্য দিয়ে  গিয়েছেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য এ ধরনের সেমিনার আবশ্যক।

এসময় চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক মাকুসুদ উন নবি বলেন, সাংবাদিকদের বিভিন্ন ধরনের চাপের মধ্যে দিয়ে যেতে হয়। গত দেড় দশক ধরে বিরোধী দলগুলো বিক্ষিপ্তভাবে ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জুলাই-আগস্টে সম্মিলিত আন্দোলনে অনেকে জীবন দিয়েছে; অনেকে অঙ্গহানিও হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অবদান অনেক বেশি।

বিজ্ঞাপন

ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, ছাত্র আন্দোলন যুগে যুগে ন্যায়ের পক্ষে হয়েছে এবং সফল হয়েছে। ওয়ালটন যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যোগদান করা উচিত। আমরা ওয়ালটনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন করতে আগ্রহী।

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ২৪ এর চেতনায় আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন ত্রুটিপূর্ণ মানুষকে আঘাতপ্রাপ্ত করা হবে না। বরং তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। তার কাজের জন্য তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে হবে। এটাই ২৪ এর চেতনা। আমরা দেখেছি যারা সাহায্য পাওয়ার কথা তারা পাচ্ছে না। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি বলেই ২৪ এসেছে। আমরা এর সঠিক বাস্তবায়ন চাই।