ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮টি অনুষদের মধ্যে সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও জীব বিজ্ঞান অনুষদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার কে নিয়োগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান-এর মেয়াদ ১৩ নভেম্বর তারিখে শেষ হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম-কে ১৪ নভেম্বর তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম- এর মেয়াদ ১৩ নভেম্বর তারিখে শেষ হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার-কে ১৪ নভেম্বর তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন।

বিজ্ঞাপন