ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষায় শাবিপ্রবিতে অনুপস্থিতি ৩৩ শতাংশ

  • শাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ সেশনের ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । এতে সিলেট বিভাগের ২৬১ জন নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭৫ জন এবং অনুপস্থিত ৮৬ জন।

শনিবার(৯ অক্টোবর) ঢাবি ‘চ’ ইউনিটের পরীক্ষার সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় ২৬১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৭৫ জন, অনুপস্থিত ৮৬ জন। এতে উপস্থিতির হার ছিল ৬৭ শতাংশ, অনুপস্থিত ৩৩ শতাংশ।

উল্লখ্য, গত ১ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ ইউনিটে ২ হাজার ৫৫৬ জন এবং ‘খ’ ইউনিটে ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া আগামী ২২ অক্টোবর ‘গ’ ইউনিটে ৪২৮ জন এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।