গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি বেরোবির সভাপতি আসিফ, সম্পাদক ইরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সামিয়া হক ইরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টারা এ কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সাব্বির আহমেদ নাবিল, সাবিয়া তওসীন ও ফাতেমা আক্তার মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া জবা, স্বপন চন্দ্র, বিদ্যুৎ চন্দ্র, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান ও মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হাসান, মো. মাসুম, শিহাবুল ইসলাম, মইনুল দর্জি ও তিতাস চন্দ্র সরকার কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক বিষ্ণু দাস, প্রচার সম্পাদক তামিম আল-মুবিন প্রমুখ।
এছাড়াও সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে আছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পুলিশ সার্জেন্ট এবং গাজীপুর জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ওমর ফারুক, গাজীপুর জেলা কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সজিবুল আকাশ, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. মোরছালিন মৃধা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. বাইজীদ আহমেদ রনি এবং বাংলাদেশ পুলিশ সার্জেন্ট মো জাহিদ হাসান রানা।