রাবি ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি প্রক্রিয়া।

বৃহস্পতিবার (২০ মে) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ আগস্ট ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ১৭ আগস্ট ‘এ’ (মানবিক) ইউনিট ও ১৮ আগস্ট ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ৩ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূন্যতম পাস নম্বর হবে ৪০।

বিজ্ঞাপন

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে দেখা যাবে।