পটুয়াখালীতে ১০ টাকা কেজির চাল কিনবে ১ লাখ ১৮ হাজার পরিবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীতে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

পটুয়াখালীতে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

সরকার পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ২২৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার ৮০টি পরিবারের মাঝে ১০ টাকা করে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল সরবরাহ করবে।

চাল বিক্রি কার্যক্রম অনুষ্ঠানে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, জেলা খাদ্য কর্মকর্তা বিএম শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।