সিংগাইর পৌর এলাকা লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৫ এপ্রিল) এই ঘোষণা দেয়া হয়।

জেনে গেছে গত ২৪ মার্চ থেকে ১৩ সদস্যর একটি তাবলীগ জামাতের দল পৌর এলাকার একটা মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার আত্মীয়ের সাথে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান গিয়ে পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, এদিকে ওই ব্যক্তির সাথে থাকা অন্য ১২ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এ ঘটনায় সিংগাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউনের কারণে কোনো পরিবারের পণ্যসামগ্রীর যাতে সংকট না হয় সেই লক্ষে ভ্রমমাণ বাজার এবং দুস্থ পরিবারের সদস্যদের সরকারীভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।