নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ জেলের জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জরিমানাকৃত জেলে, ছবি: বার্তা২৪.কম

জরিমানাকৃত জেলে, ছবি: বার্তা২৪.কম

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে কমলনগরের মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ৬ জেলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন ইউছুফ, জাহাঙ্গীর, রুবেল, মোক্তার, জাকির হোসেন ও আনোয়ার হোসেন। তারা উপজেলার ফলকন, কালকিনি ও চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা নদীতে মাছ শিকার করতে যায়। নিয়মিত অভিযানের সময় শনিবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, আটক জেলেদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভবিষ্যতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে না যাওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।