তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আজিজুল ইসলাম মন্ডল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের আজিজুল ইসলাম মন্ডলের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল একই গ্রামের শফিকুল ইসলামের। বিরোধের জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন গ্রামের একটি মসজিদের সামনে আজিজুলসহ চারজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়।

হামলায় আহত অপর তিনজন হলেন- নজরুল (৪৫) মাজহারুল ইসলাম (২৪) সাইফুল (৩৫)।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’