স্বামীর সঙ্গে অভিমানে শরীরে আগুন দেয়া গৃহবধূর মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি।

ফাইল ছবি।

রংপুরের পীরগাছায় স্বামীর সঙ্গে অভিমান করে গত ৬ দিন আগে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন রুজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রুজিনা বেগম পীরগাছা উপজেলার ফকিরটারী গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের কদমতলা বাজার এলাকার আব্দুর রহিমের মেয়ে রুজিনা বেগমের সঙ্গে একই ইউনিয়নের ফকিরটারী গ্রামের আনিছুর রহমানের বিয়ে হয়। গত সোমবার (৩০ মার্চ) বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে রুজিনা বেগমের ঝগড়া হয়। এর জেরেই অভিমান করে সবার অজান্তে কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দেন রুজিনা বেগম।

এতে তার শরীরের ৭০ ভাগ অংশ পুড়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, রুজিনা বেগমের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য লাঞ্জু মিয়া গৃহবধূ রুজিনা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।