বগুড়ায় ১০ বাড়ি লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়া শহরের পুরান বগুড়া এলাকায় দশটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে লকডাউনের ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বার্তা২৪.কম-কে বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে আসা এক ব্যক্তির জ্বরের সঙ্গে সর্দি-কাশি-শ্বাসকষ্টে মারা যায়। একারণে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না। যেহেতু তার উপসর্গ করোনার সাথে মিল আছে একারণে সংক্রমণ রোগের বিধি অনুযায়ী মরদেহ দাফন করা হবে।