লালমনিরহাটে ১১১ প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

হাট-বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন

হাট-বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন

অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসকে পুঁজি করে গুজব ছড়িয়ে শুক্রবার ও শনিবার ব্যবসায়ীরা অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করতে শুরু করেছে। এমন খবর পেয়ে লালমনিরহাটের ৫ উপজেলার হাট-বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে। নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বার্তা২৪.কম-কে জানান, করোনাভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এছাড়া ভোক্তারা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।