সাদুল্লাপুরে ৩০ বাড়ি লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাহপুর গ্রামের ৩০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ১৩ মার্চ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিল্লাহপুর গ্রামের একটি বিয়েতে দু’জন আমেরিকান প্রবাসী দাওয়াত খেতে আসেন। এরপর ওই প্রবাসীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বিয়েতে শতাধিক অতিথি এসেছিলেন। এরইমধ্যে বিয়ে অনুষ্ঠিত হওয়া ওই বাড়িতে একজনের সংক্রমণ ধরা পড়ে। ফলে ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে, সেদিক বিবেচনা করে হবিবুল্লাহপুর গ্রামের প্রায় ৩০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহিন সরকার বার্তা২৪.কম-কে জানান, সংক্রমণের ঝুঁকি থাকায় লকডাউন করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবী নেওয়াজ লকডাউনের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন।