দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের কর্মী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী

ছবি প্রতীকী

বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের মাথইল চাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবু বক্কর সিদ্দিক মাথইল চাপড় গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুর ১টার দিকে হঠাৎ ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিকসহ ৩ জন জখম হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে আবু বক্কর সিদ্দিক মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বার্তা২৪.কমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।