গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ মহড়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় পুলিশের মহড়া, ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পুলিশের মহড়া, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গ্রামাঞ্চল ও হাট-বাজারে গণজমায়েত কমাতে বিশেষ মহড়া দিচ্ছে থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিমকে এ মহড়া দিতে দেখা যায়।

জানা যায়, দেশে ক্রমান্বয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে গাইবান্ধা জেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। এ ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থান নিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বার্তা২৪.কমকে জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং জনসমাগম বন্ধে এই মহড়া চালানো হচ্ছে।