টাঙ্গাইলে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

হাট বন্ধ করে দিয়েছে মোবাইল কোর্ট

হাট বন্ধ করে দিয়েছে মোবাইল কোর্ট

টাঙ্গাইলে করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাট বন্ধের নির্দেশনা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া হাটের ইজারাদার মিন্টু মোল্লাকে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি ) উপমা ফারিসা।

বিজ্ঞাপন

পরে হাটে সেনাবাহিনীর সহযোগিতায় কাকুয়ার হাট বন্ধ করে দেওয়া হয়। এ সময় কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান, সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি ) উপমা ফারিসা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিবেলার জন্য হাটবাজারে মানুষের সমাগম বন্ধে কাকুয়া হাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় প্রশাসন থেকে। কিন্তু নির্দেশনা অমান্য করে হাটের ইজারাদারকে হাট বসানোর দায়ে জরিমানা করা হয়েছে।